প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি ৷ আক্রান্ত থেকে মৃত সবকিছুর সংখ্যা সারা পৃথিবী জুড়ে হাতের বাইরে ৷ এই অবস্থায় ভয় আরও বাড়ল ৷ কারণ আগে যেগুলি করোনার সিম্পটম বলে মনে হত সেগুলির চেয়েও নতুন কিছু লক্ষণ দেখা যাচ্ছে আক্রান্ত রোগিদের মধ্যে ৷
করোনার ভাইরাস নতুন লক্ষণে শরীরে সংক্রমণ হলে ত্বকে কেউ কেউ জ্বালা ও ঠান্ডা অনুভব করছেন ৷
একাধিক আক্রান্ত ব্যক্তি বারবার মূত্রত্যাগের ইচ্ছা হচ্ছে সঙ্গে ডায়ারিয়ার লক্ষণও দেখা যাচ্ছে ৷
টেস্টিকুলারে ব্যাথা বা অণ্ডকোষে ব্যাথাও অনুভব করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগিরা ৷
শরীরে কোথাও কোথাও পায়ের আঙ্গুল কিংবা চামড়ায় লালচে লালচে দাগ দেখা যাচ্ছে।
আসুন যে কোন উপসর্গ নিয়ে ডাক্তারের পরামর্শ নিই। লুকিয়ে না রেখে প্রকাশ করতে হবে। তবেই মুক্তি। আতংক নয় সচেতন হতে হবে। সামাজিক দুরত্ব, পাশাপাশি চলার দুরত্ব মেনে চলতে হবে। তথ্যসূত্রঃ নিউজ১৮।