ইতোমধ্যেই লকডাউন ঘোষণার জন্যে প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত আগেভাগে নেওয়ার ফলেই ভারত অন্য দেশের তুলনায় করোনা যুদ্ধে অনেক এগিয়ে রয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ছিল।
করোনা সংক্রমণ রোধে ভারতে লকডাউন বেড়েছে। কেন্দ্র ও রাজ্য সহমতে আসতেই বিষয়টা অনেকটাই পরিষ্কার হল কেন্দ্র-রাজ্য ভিডিও কনফারেন্সেই। এ দিন বৈঠকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান বাদে বেশির ভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীই লকডাউন বাড়ানোর পক্ষে সহমত পোষন করেন। কিছু দাবিদাওয়া পেশ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পরিস্থিতিতে লকডাউন বজায় রাখতেই সম্মত হন।
এ দিন বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, আমি বলেছিলাম জনতা বাঁচলেই দেশ বাঁচবে। আমি প্রতিরোধের শুরুতেই দেশকে বলেছিলাম প্রত্যেক নাগরিকের জীবন বাঁচাতে হবে। তাই সামাজিক দূরত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বেশির ভাগ মানুষই আমার কথা শুনে ঘরে ছিলেন। তারা নিজেদের কর্তব্য পালন করেছেন। এই মন্ত্রেই সবাই অন্যের জীবন বাঁচাতে কর্তব্যপালনে ব্রতী হয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যতের জন্যে এবং আমাদের স্বাস্থ্যের জন্যে দেশবাসীকে প্রশাসনিক সিদ্ধান্তকে মেনে নিতেই হবে।
পর্যবেক্ষকদের মত, এই পরবর্তী সিদ্ধান্ত বলতে মোদি লকডাউনের বিষয়টি আরও দু’ সপ্তাহ এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলেছেন।