চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন করোনা রোগী শনাক্ত করেছে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। এদের মধ্যে চট্টগ্রামের ১১ জন ও নোয়াখালীর ১ জন। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টায় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার সিএনএন ক্রাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, আজ ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়, এরমধ্যে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ১১ ও নোয়াখালীর একজন।