দিনাজপুরে এই প্রথম শনাক্ত হলো করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী। একদিনেই শনাক্ত হয়েছেন ৭ জন। জেলা লকডাউন বা অন্যান্য বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে জেলা প্রশাসনের বৈঠকের পর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এতথ্য নিশ্চিত করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।
তিনি বলেন, মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে রংপুর বিভাগের ৫টি জেলায় ১৫ জন করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে দিনাজপুরের ৭ জন রয়েছেন। যার মধ্যে দিনাজপুর সদরে ৩ জন, নবাবগঞ্জে ৩ জন ও ফুলবাড়ী উপজেলায় ১ জন রোগী রয়েছেন।
এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম সিএনএন ক্রাইম নিউজকে বলেন, কিছু ক্ষণের মধ্যে আমাদের একটি বৈঠক (মিটিং) হবে। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।