চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন নমুনা পরীক্ষায় আরও ছয়জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রামের ৫ জন।
রবিবার (১২ এপ্রিল) রাতে এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ জন।
তিনি বলেন, চট্টগ্রামে ৯৬ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৭ জনের পজেটিভ এসেছে। এ পর্যন্ত মোট ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৭ জনের মধ্যে একজন নগরীর দামপাড়ার প্রথম শনাক্ত হওয়া রোগীর তৃতীয় বার পরীক্ষা করা হয়েছে। একজন লক্ষীপুর জেলার রামগতি এলাকার ৫২ বছর বয়সী। চট্টগ্রামে নতুন শনাক্ত ৫ জন হল- নগরীর চকবাজার থানার দামপাড়া বয়স ৫৫ বছর, ফৌজদারহাট ৪৫ বছর, সাতকানিয়া ৩২ বছর, সাতকানিয়া ১৯ বছর, পটিয়া ৬ বছরের শিশু।
অন্য একজন লক্ষীপুরের বলে জানিয়েছেন ডা. হাসান শাহরিয়ার কবীর।