ফেসবুক পেইজে নাম-ঠিকানা ও মোবাইল নাম্বারসহ মেসেজ করলে খাদ্যসামগ্রী পৌঁছে যাবে নির্দিষ্ট স্থানে। মধ্যবিত্ত পরিবারের জন্য ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বন্দর নগরী চট্টগ্রামের বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চসিক মেয়র।
শুক্রবার (১০ এপ্রিল) নগরীর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, কেউ সর্দি, কাশি বা জ্বরে আক্রান্ত হলে আতংকিত না হয়ে চসিকের স্বাস্থ্য সেবা কেন্দ্র বা হটলাইনে যোগাযোগ করবেন। এ সময় নগরবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার নগরীর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অস্বচ্ছল ও নিম্ন মধ্যবিত্ত ৬০০ পরিবারেরর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মেয়র তার ভেরিফাইড ফেসবুক পেইজে (https://www.facebook.com/gsajmnasiruddin) এ ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় মেয়রের ব্যক্তিগত উদ্যোগে দুইটি মাইক্রোবাস করে নগরের ৪১টি ওয়ার্ডে বসবাসরত মধ্যবিত্ত পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে খাবার।
গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত ৩২১টি পরিবারের কাছে সিটি মেয়রের উপহার সামগ্রী পৌঁছে গেছে বলে জানা গেছে।