চট্টগ্রামে মধ্যবিত্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী দিতে জরুরি সেবা চালু করেছেন চট্টগ্রাম-৯ আসনের সাংসদ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মহানগরীর মধ্যবিত্ত পরিবারের যেকেউ ফোন করলেই মিলছে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের খাদ্য সহায়তা।
বুধবার (৮ এপ্রিল) শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান সিকদার অনিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগম নিরুৎসাহিত করতে ব্যবসা-বাণিজ্যসহ অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ। সমাজের অনেক মধ্যবিত্ত পরিবার অর্থ কষ্টে ভুগলেও পারিবারিক ও সামাজিক সম্মানের বিষয়টি চিন্তা করে তারা সাহায্য নিতে দ্বিধাগ্রস্থ হয়ে পড়েন। তাদের এ আত্মসম্মানবোধের কথা বিবেচনায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মধ্যবিত্ত পরিবারের জন্য এ জরুরি সেবা চালু করেছেন।
জরুরি সেবার জন্য একটি মোবাইল নম্বর (০১৩১৮৩২৬০১৬) দেওয়া হয়েছে। ওই নম্বরে ফোন করলে খাদ্য সামগ্রী বাসায় পৌঁছে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর মধ্যবিত্ত পরিবারগুলোর সমস্যার কথা বিবেচনা করে জরুরি সেবার এই নম্বর চালু করেছেন শিক্ষা উপমন্ত্রী।