যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বন্দুকযুদ্ধে এক পুলিশ ও তিন বেসামরিক নাগরিকসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে জার্সি সিটিতে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, একটি হত্যা মামলার তদন্ত করছিলেন ৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা জোসেফ সিলস। এদিন দুই সন্দেহভাজনের দিকে এগিয়ে যেতেই একজন জোসেফের মাথায় গুলি করে হত্যা করেন ও দু’জনই একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।কিন্তু কিছুদূর গিয়ে বাধার মুখে পড়ে একটি দোকানের মধ্যে আশ্রয় নেন দুই অভিযুক্ত। সেখানে পুলিশের সঙ্গে দীর্ঘসময় বন্দুকযুদ্ধ হয় তাদের। এতে দুই অভিযুক্ত ও তিন সাধারণ মানুষ প্রাণ হারান। এসময় এক পুলিশের হাতে ও আরেকজনের গায়েও গুলি লাগে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে সোয়াত, প্যারামেডিকসহ বিস্ফোরক বিশেষজ্ঞরা উপস্থিত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর কয়েক ঘণ্টা আশপাশের সব স্কুল-কলেজ অবরুদ্ধ করে রাখা হয়। নিরাপত্তার খাতিরে এসময় কোনো শিক্ষক-শিক্ষার্থী বা সাধারণ মানুষকে বের হতে দেওয়া হয়নি।
সিএনএন ক্রাইম