ইয়াবায় আসক্ত দুইজনের মধ্যে ইয়াবার টাকা নিয়ে লেনদেন ছিল। সেই পাওনা টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে এমরান হোসেন ছুরিকাঘাত করে নজরুল ইসলামকে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নজরুল (৩০)।
শুক্রবার (১০ এপ্রিল) পুলিশ এ ঘটনায় বায়েজিদ এলাকা থেকে অভিযুক্ত এমরান হোসেনকে (৫০) গ্রেফতার করেছে।
চট্টগ্রাম মেটোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার সিএনএন ক্রাইম নিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুরে ছুরিকাঘাতে নজরুল ইসলাম নিহত হয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের পর হত্যার সঙ্গে জড়িত এমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার এমরান হোসেন নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার নজরুল ইসলাম হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকার সালেহ আহমদের ছেলে।
নিহত নজরুল ইসলাম ও অভিযুক্ত এমরান হোসেন দুইজনই বায়েজিদের বালুচড়া এলাকায় বসবাস করেন বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নজরুল ইসলাম ও এমরান হোসেনের মধ্যে ইয়াবার টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে এমরান হোসেন নজরুল ইসলামেক ছুরিকাঘাত করে।