চট্টগ্রামে পোশাক কারখানার এক কর্মকর্তা বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সূত্র ধরে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা লকডাউন করে দেওয়া হয়েছে।
ওই শাখার ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। আগামী ১৪ দিন নগরীর আন্দরকিল্লায় ব্যাংক এশিয়ার ওই শাখা বন্ধ থাকবে বলে জানিয়েছে শাখা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখা লকডাউনের ঘোষণা দেওয়া হয়।
বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামের আকবর শাহ এলাকার গার্টেক্স গার্মেন্টসের একজন কর্মকর্তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই কর্মকর্তা প্রতিষ্ঠানের ব্যাংকিং লেনদেনের কাজে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখায় নিয়মিত আসতেন। গত ১ এপ্রিলও তিনি ওই শাখায় গিয়েছিলেন। আবার ৫ এপ্রিলও তার ওই গার্মেন্টসের আরেক কর্মকর্তা ব্যাংকের ওই শাখায় গিয়েছেন।
এই ঘটনা জানার পর পুলিশ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরেই আন্দরকিল্লার ওই শাখাটি লকডাউনের ঘোষণা দেয়। এছাড়া ওই শাখার ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে।