চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম ও আশেপাশের এলাকার ৬০ জনের নমুনা পরীক্ষা শেষে এই ফলাফল জানিয়েছে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)।
বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। তিনজনই নগরের সাগরিকা, হালিশহর ও সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৪৫, আরেকজনের ৪০ এবং অন্যজনের বয়স ৫০ বছর।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫। এর আগে দামপাড়ার দুজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছিল চট্টগ্রামে। দুজনই বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে আছেন।