করোনা প্রাদুর্ভাবে দেশের সবকিছু যখন স্থবির হয়ে পড়েছে। তখন এই ক্রান্তিলগ্নে হাটহাজারীর গণমানুষের নেতা আলহাজ্ব ইউনুছ চৌধুরীর নির্দেশনায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে কুয়াইশ কলেজ ছাত্রলীগ।
মঙ্গলবার (৭ এপ্রিল) কুয়াইশ এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মোঃ মোরশেদ আলম সিএনএন ক্রাইম নিউজকে জানান, ব্যক্তিগত উদ্যোগে নিম্ন মধ্যবিত্ত, দিনমজুর, রিকশাওয়ালাসহ সর্বোপরি খেটে মানুষের কথা বিবেচনা করে ১০০ পরিবারের মাঝে খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
তিনি আরও বলেন, কোন ছাত্রলীগ কর্মীর পরিবার যদি অনাহারে বা কষ্টে থাকেন তাহলে তার ইনবক্সে বা মোবাইলে মেসেজ করে জানাতে।

বলেন, লজ্জা না পেয়ে সেটাকে ভালোবাসার উপহার হিসেবে তার পক্ষ থেকে সাধ্যমতো তার ঘরে পৌঁছে দেওয়া হবে। অনেকে হয়তো অভাবে দিন কাটাচ্ছে,জানি প্রয়োজনের তুলনায় এটি খুব কম, তবুও নিজের সামান্য সামর্থ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে হলেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাবো।
বর্তমানে সরকারের পক্ষ থেকে মানুষের সহযোগীতা করা হচ্ছে সেই সাথে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তরুন এ ছাত্রনেতা।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ চৌধূরী, সোহেল, আজাদ ইমন,হোসাইন রিমনসহ কুয়াইশ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।