বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী কনসার্টের অন্যতম আকর্ষণ বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। মঞ্চ মাতানোর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তারা।
শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ক্যামেরাবন্দী হন সালমান-ক্যাটরিনা। সালমান প্রধানমন্ত্রীর ডান হাত ও ক্যাটরিনা বাঁ-হাত জড়িয়ে রাখেন।
পাশেই দাঁড়িয়ে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায় তাদের।সালমান-ক্যাটরিনার পারফরম্যান্স দিয়েই শেষ হবে বিপিএলের উদ্বোধনী আয়োজন।
সন্ধ্যায় স্টেডিয়ামে এসে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হয়ে গেলেও খেলা মাঠে গড়াবে আগামী বুধবার। টুর্নামেন্টের ফাইনাল ১৮ জানুয়ারি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী এই কনসার্ট শুরু হয় রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায়। মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে বিপিএল উদ্বোধনের ঘোষণা দেন।
সিএনএন ক্রাইম