চট্টগ্রাম নগরীর ঈদগাহ এলাকা থেকে বায়েজিদে কর্মস্থলে যাওয়ার পথে টাইগারপাস এলাকায় মৃত্যুবরণ করেছেন মো. সেলিম উদ্দীন নামে এক যুবক।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টাইগারপাস মোড়ে এ ঘটনা ঘটে।
মো. সেলিম উদ্দীন সাতকানিয়ার উত্তর মাদার্শা এলাকার মো. রহমত আলীর ছেলে। তিনি বায়েজিদের তারা গেইট এলাকার জিরাত ফ্যাশনের সহকারী ম্যানেজার (মার্চেন্ডাইজিং) বলে সিএনএন ক্রাইম নিউজকে নিশ্চিত করেছেন তার ভাতিজা মো. রায়হান।ঘটনাস্থলে যাওয়া খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার সিএনএন ক্রাইম নিউজকে বলেন, এক যুবকের রাস্তায় পড়ে থাকার খবর পেয়ে গিয়েছিলাম। তার স্বজনরা এসেছিল। তারা তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে জানতে পেরেছি, পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সেলিম উদ্দীনের ভাতিজা মো. রায়হান সিএনএন ক্রাইম নিউজকে বলেন, ঈদগাহ এলাকার বাসা থেকে বায়েজিদের তারা গেইটে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। বাসা থেকে হাসিমুখে বের হয়েছেন। কিন্তু পথে এ অঘটন ঘটে গেলো।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, সকালে ঈদগাহ থেকে পাহাড়তলী হয়ে কর্মস্থল যাওয়ার জন্য টাইগারপাস এলে হঠাৎ রাস্তায় লুটে পড়ে যায় তখন আশেপাশের লোকজন করোনা সন্দেহে দুর থেকে দেখছিল কিন্তু কেউ এগিয়ে আসেননি।