নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার ফরিদের পাড়ায় কথা-কাটাকাটির জেরে মো. কামরুল (৪৫) নামে এক যুবক খুন হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে বিষয়টি সিএনএন ক্রাইম নিউজকে নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার।
নিহত কামরুল ফরিদেরপাড়া এলাকার সালেহ আহমদের ছেলে। তিনি পেশায় টিভি ও ইলেক্ট্রনিক্স মেকানিক বলে জানিয়েছে পুলিশ।
আতাউর রহমান খন্দকার বলেন, পানির কল মেরামত নিয়ে কামরুলের সাথে প্রতিবেশীর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিবেশীর ছেলে মেয়েরা ধাক্কা দিলে কামরুল পড়ে যায় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত জিসান ও জোহরা বেগম নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।