করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে মারা গেছেন জালাল সাইফুর রহমান। তিনি দুর্নীতি দমন কমিশনের ( দুদক) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান সিএনএন ক্রাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই প্রশাসনিক কর্মকর্তা জানান, সাত আটদিন আগে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে করোনা রির্পোট পজেটিভ আসে। গত দুই-তিন দিন তিনি আইসিইউতে ছিলেন। আজ সোমবার (৬ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়েছে।