করোনাভাইরাসের প্রকোপের ফলে দেশে সাধারণ ছুটি আগামী ১৪ই এপ্রিল (১লা বৈশাখ) পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (৫ই এপ্রিল), জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয় করোনাভাইরাস মোকাবিলা ও এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১১ই এপ্রিল পর্যন্ত ছুটিকে ১৪ই এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আগামী ১২ ও ১৩ই এপ্রিল সাপ্তাহিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর, ১৪ই এপ্রিল বাংলা নববর্ষের ছুটি থাকবে।