দেশব্যাপী সাধারণ ছুটি চললেও আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। করোনা পরিস্থিতিতে পরপর দুই সপ্তাহ মন্ত্রিসভা বৈঠক না হওয়ার পর তৃতীয় সপ্তাহে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী এ বৈঠক বসতে যাচ্ছে।
সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক অনুষ্টিত হবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে।
বেলা ১১টায় এই বৈঠক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, তবে যাদের এজেন্ডা আছে, শুধু সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা বৈঠকে উপস্থিত থাকবেন।