চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরীর মুরাদপুর থেকে বিশ্ববিদ্যালয়গামী লোকাল বাসে (৩ নম্বর বাস) এই ঘটনা ঘটে। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর মূল ফটকে পৌঁছলে সেখানে থাকা অন্য যাত্রীরা ওই ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।অভিযুক্ত ব্যক্তির নাম মো. মানিক মিয়া (৩২)। তিনি হাটহাজারী উপজেলার মন্দাকিনি এলাকার বাসিন্দা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস. এম. মনিরুল হাসান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে আমাদের সাথে যোগাযোগ করবে। সে যেভাবে শাস্তি চায় আমরা সেভাবে সাহায্য করব। আর অভিযুক্তকে অলরেডি থানায় পাঠিয়েছি।
সিএনএন ক্রাইম