বৈশ্বিক মহামারি করোনায় চাপে পড়েছে নিম্ন ও মধ্য বিত্তরা। ব্যবসা প্রতিষ্টান সব বন্ধ হওয়ায় ঘরে বসে কাটছে সময়। উপার্জন না থাকায় নিম্নবিত্তরা চিন্তিত, মাস শেষে বাড়ি ভাড়া আসবে কোথা থেকে?
তবুও নিম্নবিত্তরা বিভিন্ন ত্রাণ সহায়তার পেছনে ছুটছেন কিন্তু সবচেয়ে বেশি চাপে পড়েছে মধ্যবিত্তরা। সামাজিক দুরত্ব বজায় রেখেই রাজধানীসহ চট্টগ্রামের কয়েকটি বাসা বাড়িঘুরে জানা যায়, বাড়ি ভাড়া নিয়ে সংকটে রয়েছেন তারা।
এদিকে বাড়িওয়ালাদের অনেকেই হাউজলোন নিয়ে ভবন নির্মাণ করেছে। সেক্ষেত্রে সরকার ট্যাক্স মওকুফ করলে কিংবা ভুর্তুকি দিলে বাড়ি ভাড়া কমানোর কথা জানিয়েছেন বাড়ি মালিকরা। তবে মালিকদের আর্থিক অবস্থা বিবেচনায় সরকারকে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
এরই মধ্যে ব্যক্তিকভাবে বাড়ি ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন অনেকে। নিম্নবিত্তদের বাড়ি ভাড়া মওকুফের শর্তে কর না নেয়ার ঘোষণা দিয়েছে সরকারি দুএকটি বিভাগীয় দপ্তর।
তবে এর আগে বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল সরকারি ঘোষণায় তিন মাসের জন্য স্থগিত করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে পড়ে। একে গুজব উল্লেখ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।