নগরীর দামপাড়াস্থ ১নং গলি এলাকায় ৬টি বিল্ডিং লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্তের পর বৃদ্ধের সংস্পর্শে এসেছেন যারা তাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নেয়া হয়।
শুক্রবার (৩ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬টি বিল্ডিংয়ে প্রায় ৮০ পরিবার রয়েছে। ৬৭ বছরের এক বৃদ্ধ করোনা আক্রান্ত হওয়ার পর জেলা প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।
কমিউনিটি ট্রান্সমিশন থেকে লোকটি আক্রান্ত হতে পারেন। এই মুহূর্তে ঘর থেকে বের না হয়ে কঠোর সতর্কতা অবলম্বনের জন্য চট্টগ্রামবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির মেয়ের বাড়ি সাতকানিয়ার পুরানগড়ে। রাতে তার মেয়ের বাড়িটিও আমরা লকডাউন করে দিয়েছি।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির ব্যাপারে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। কীভাবে ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা আমরা বের করার চেষ্টা করছি।
এর আগে দামপাড়া এলাকার এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।