করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৬৮৪ জনের মৃত্যুর হওয়ায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। করোনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আগামী রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, উইন্ডসর ক্যাসলে রেকর্ড হওয়া এই বার্তাটি টিভি ও রেডিওতে স্থানীয় সময় ৮টায় প্রচার করা হবে।
এর আগে রানী বার্ষিক ক্রিসমাসে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেছিলেন।
দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২ এপ্রিল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ছিল ২,৯২১ জন তা আজকে এসে দাঁড়িয়েছে ৩,৬০৫ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত রোগির সংখ্যা ৩৮,১৬৮জন।
স্কটল্যান্ডে মৃত্যুর সংখ্যা ৪৬ জন বেড়েছে, ওয়েলসে আরও ২৪ জন মারা গেছে। এনআই-তে, করোনাভাইরাসে মারা যাওয়া লোকের সংখ্যা ১২ জন বেড়েছে।