আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী। হোম কোয়ারেন্টাইন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্যই তারা মাঠে থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৪ মার্চ সারাদেশে সেনাবাহিনী নামানো হয়। এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সব বিভাগ এবং জেলায় করোনাভাইরাস মোকাবিলায় স্থানীয় প্রশাসনের কাজে সহায়তা করছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর সঙ্গে নৌবাহিনীর সদস্যরাও কাজ করছেন।