জ্বর, শ্বাসকষ্ট ও গ্যাস জনিত কারণে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বন্দেকাটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের নাম শিল্পী খাতুন (৩৩)। তিনি কালীগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের সিরাজুল কারিকরের স্ত্রী ও দু’ সন্তানের জননী।
সংশ্লিষ্ট বিষ্ণুপর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনিরুজ্জামান বলেন, বন্দেকাটি গ্রামের আব্দুস সালামের মেয়ে রাশিদা খাতুন শিল্পী (২৫) গত ২৭ মার্চ শুক্রবার (পাশের ফতেপুর গ্রামে) স্বামী সিরাজুল ইসলামের বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন।
দুই সন্তানের মা গৃহবধূ শিল্পীর কয়েকদিন ধরে আগে জ্বর ছিল। আর সঙ্গে ছিল শ্বাসকষ্ট ও কাশি। এ অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। আর এ মৃত্যু নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
বিষ্ণুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলেও মৃত গৃহবধূর দাফন কাফন যাতে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয় তার জন্য তিনি সেখানে অবস্থান করছেন। সাধারণ মানুষ ও আত্মীয়-স্বজনকে মরদেহ দূর থেকে দেখতে বলেছে। তা ছাড়া মরদেহ দেখার জন্য তেমন ভিড়ও সেখানে নেই।
দুই দিন ধরে শিল্পীকে দেখানো হচ্ছিল স্থানীয় গ্রাম্য চিকিৎসক রুহুল আমিনের কাছে।
রুহুল আমিন বলেন, গৃহবধূ রাশিদা খাতুন শিল্পীর শরীরে ১০৩ ডিগ্রি জ্বর ছিল। সঙ্গে ছিল শ্বাসকষ্ট ও কাশি। তিনি গৃহবধূকে উন্নত চিকিৎসারও পরামর্শ দিয়েছিলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক রাসেল বলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জ্বর, কাশি, শ্বাসকষ্টে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।
গ্রাম্য ডাক্তার রহুল আমিন বলেন, তিনি শিল্পীর যে সময় চিকিৎসা দিয়েছেন তাতে করোনার কোন লক্ষণ ছিল না।