ঝালকাঠির কাঁঠালিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ওই বাড়ির ৬ পরিবারের ৩০ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে কাঁঠালিয়া উপজেলার আমুয়া সরকারপাড়া এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কামরুজ্জামান সোহাগ জানান, শিশুটি গত ২-৩ দিন ধরে জ্বরে ভুগছিল। মঙ্গলবার ফ্রিজের তরমুজ খাওয়ানোর পর ডায়রিয়া দেখা দেয়। এতেই শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে ওই বাড়িতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ডাক্তার গিয়ে ৬টি পরিবারের ৩০ জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।