ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন এক লাখ ৫ হাজারের বেশি মানুষ। এ অবস্থায় আতঙ্ক আর অনিশ্চতায় দিন কাটাচ্ছেন স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরা।
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাওয়ায় মঙ্গলবার (৩১ মার্চ) দেশটিতে জাতীয় শোক ঘোষণা করা হয়। অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।
নানা পদক্ষেপ নেওয়ার পরও দেশটিতে করোনার বিস্তার ঠেকাতে পারছে না কর্তৃপক্ষ। এ অবস্থায় আরো কঠোর মনোভাব দেখাচ্ছে দেশটির সরকার। কেয়ারেন্টিন না মানা এবং বিনা কারণে ঘরের বাইরে থাকার অপরাধে এইমধ্যে লক্ষাধিক মানুষের বিরুদ্ধে মামলা, জেল এবং অর্থদন্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন এলাকায় সহায়তা প্রদান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
করোনার অব্যাহত প্রাদুর্ভাবে শঙ্কিত স্থানীয়সহ ইতালিতে বসবারত প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
এদিকে লকডাউনের সময়সীমা ১২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা।