পঞ্চগড়ে করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতনতা বাড়াতে এবার বাড়িতে গিয়ে সচেতন করতে গ্রামের যুবসমাজ প্রচার অভিযান শুরু করেছে।
এই ভাইরাস প্রতিরোধে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি গ্রামে ঢাকা ফেরত গার্মেন্টস কর্মীদের প্রতিটি বাড়িতে গিয়ে এই প্রচারণা শুরু করে।এ সময় নেতৃত্বদেন মোঃ খলিলুর রহমান প্রধান ও মোঃ ইয়াছিন আলী ।
প্রথম দিনে ঢাকা থেকে আসা প্রতিটি গার্মেন্টস কর্মীদের খোঁজ খবর নেয়া হয়।যুবসমাজের একটি দল গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে সচেতন করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় সাংবাদিক ইউনিয়ন (পিইউজে) এর সভাপতি মোঃ শাহজান আলী সোহেল জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মুলক প্রচার চালানোর জন্য এলাকাবাসীর মাঝে ভিন্নরকম আমেজ দেখা গেছে।