ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের জন্য কিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) মাইক্রোবায়োলজি বিভাগে এসে পোঁছেছে।
সেখানে ল্যাব তৈরির কাজ চলছে। কয়েক দিনের মধ্যেই করোনাভাইরাস আক্রন্ত রোগীদের শনাক্তের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।
এদিকে জেলায় বর্তমানে ৪৩০ জন হোম কোয়ারেন্টিনে আছেন। এ পযর্ন্ত ১০৭২ জন হোম কোয়ারেন্টাইনে ছিল এরমধ্যে ৬৪২ জন হোম কোয়ারান্টাইন মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন বলে জানিয়েছেন, জেলা সিভিল সার্জন ডাক্তার এ বি এম মসিউল।
তিনি আরও জানান এ পযন্ত করোনা সংক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি। এমনকি আইসুলেশন ইউনিটে কোন রোগী নেই।
খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহ।