করোনাভাইরাস শনাক্তের প্রথম ধাপের স্ক্রিনিংয়ের জন্য সাড়ে আটশ’ স্ক্রিনিং কিট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে সড়কপথে এসে কিটগুলো বিআইটিআই ডি’র পরিচালক প্রফেসর এমএ হাসান চৌধুরীর কাছে হস্তান্তর করেন শিক্ষা উপমন্ত্রী।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, এসব কিট ব্যক্তি উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী বিআইটিআইডিকে দিয়েছেন। এগুলোর মাধ্যমে স্ক্রিনিংয়ের পর পজেটিভ রেজাল্ট আসলে করোনাভাইরাসের সরকারি কিট দিয়ে পরীক্ষা করে চূড়ান্ত পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, নানামুখী অনিশ্চয়তার মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গত মঙ্গলবার দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেকের সঙ্গে। তিনি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গেও কথা বলেন। নওফেলের এ উদ্যোগের ফলে প্রথম দফায় কিছু পরিমাণ কিট আসার পর গত বুধবার থেকে চট্টগ্রামে করোনা শনাক্তকরণ শুরু হয়।
এবার দ্বিতীয় দফায় আরো সাড়ে আটশ’ স্ক্রিনিং কিটের ব্যবস্থা হওয়ায় চট্টগ্রামে করোনা শনাক্তকরণের সুযোগ আরো বিস্তৃত হল।