শেরপুরের শ্রীবরদী উপজেলার সাবরেজিস্ট্রার মো. আবদুর রহমান ভূঁইয়াকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দুদক কর্মকর্তারা তার কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ সময় তার ড্রয়ার থেকে নগদ ৯৫ হাজার ৫০০ টাকা জব্দ করেন তারা। আটক আবদুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি ২০১৮ সালের ২ এপ্রিল শ্রীবরদীতে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।দুদক জানায়, শ্রীবরদী উপজেলার সাব-রেজিস্ট্রার আবদুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলিল নিবন্ধনের জন্য ঘুষ লেনদেন ও সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে দুদকের নজরদারিতে রয়েছেন তিনি। এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় দুদক ওই সাব-রেজিস্ট্রারের অফিস কক্ষে অভিযান চালায়।
এ সময় তার ড্রয়ার থেকে নগদ ৯৫ হাজার ৫০০ টাকা জব্দ করে তাকে নিয়ে তার ভাড়া বাসায়ও অভিযান চালায় দুদক। অভিযানের সময় শ্রীবরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের টাঙ্গাইল সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, আটক আবদুর রহমানের নামে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে হবে।
সিএনএন ক্রাইম