করোনা ত্রাসের মধ্যে কথা হল দু’জনের, হাত মিলিয়ে কাজ করার বার্তা। আক্রান্তের সংখ্যায় চিনকেও ছাপিয়ে গিয়েছে আমেরিকা। মার্কিন মুলুকই নাকি এই মুহূর্তে করোনা ভাইরাসের এপিসেন্টার। এই ইস্যুতে বারবার আমেরিকা দুষেছে চিনকে। অথচ, সেই আমেরিকাই এবার হাত ধরল চিনের। করোনা ইস্যু নিয়ে কথা বললেন জিংপিং ও ডোনাল্ড ট্রাম্প।
আক্রান্তের সংখ্যায় চিনকেও ছাপিয়ে গিয়েছে আমেরিকা। মার্কিন মুলুকই নাকি এই মুহূর্তে করোনা ভাইরাসের এপিসেন্টার। এই ইস্যুতে বারবার আমেরিকা দুষেছে চিনকে। অথচ, সেই আমেরিকাই এবার হাত ধরল চিনের। করোনা ইস্যু নিয়ে কথা বললেন জিংপিং ও ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৭ মার্চ) ট্যুইট করে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, জিংপিং-এর সঙ্গে কথা হল। গোটা বিশ্ব যে ভাইরাসের সঙ্গে লড়ছে, সেই বিষয়ে কথা হয়েছে। চিন এই ভাইরাসের সঙ্গে লড়াই করে অনেক কিছু বুঝেছে। আমরা এসঙ্গে কাজ করছি।
বৃহস্পতিবার মধ্যরাতে পাওয়া হিসেব বলছে, ৮২,৪০৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন আমেরিকায়। যা ইতালির থেকেও বেশি।
জন হপকিনইস ইউনিভার্সিটির দেওয়া রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে। কার্যত করোনা ভাইরাসের এপিসেন্টারে পরিণত হয়েছে আমেরিকা। এমন আশঙ্কা আগেই করা হয়েছিল।
এদিকে, মার্কিন সচিব মাইক পম্পেও দাবি করেন, মারণ ভাইরাস করোনা নিয়ে চিনের অবস্থান স্পষ্ট নয়। পাশাপাশি তিনি বলেন, এই ভাইরাস মানব সভ্যতার প্রতি বড় ত্রাস হয়ে উঠেছে। পম্পেওর দাবি, আমার উদ্বেগ লুকোছাপা নিয়ে। চিনের কমিউনিস্ট পার্টি যে ভুঁয়া তথ্যের সঙ্গে যে নিজেদের জড়াচ্ছে। বিশ্বের কাছে বহু প্রয়োজনীয় তথ্য লুকিয়ে যাচ্ছে।
পম্পেও তাঁর অভিযোগে বলেন, চিন যে তথ্য লুকিয়ে যাচ্ছে, তা পেলে করোনা রোধে বিশ্বের দারুণ উপকার হবে। তবে শুধুমাত্র চিন না, রাশিয়া, ইরানের দিকেও তথ্য গোপনের অভিযোগ তুলেছেন পম্পেও। তাঁর দাবি, করোনা নিয়ে চিনের মতো তথ্য গোপন করছে এই দুই দেশও।
টেক্সাসের আদালতে ল্যারি ক্লেইমান চিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর একাধিক অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, জৈব রাসায়নিক মারণাস্ত্র বানানোর কাজ করছিল চিন। চিনের জন্যই আজ মহাবিপদে বিশ্ব মানব সভ্যতা।
চিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে আদালতে বিশ ট্রিলিয়ন জরিমানা দাবি করেছেন ল্যারি ক্লেইমান। জানা গিয়েছে, টেক্সাসের আদালতে ইতোমধ্যেই ওই মামলা গ্রহণ করা হয়েছে। খবর কলকাতা২৪।