প্রাণঘাতী করোনা ভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। এরই মাঝে এবার নবজাতকের নাম রাখা হয়েছে ‘করোনা’।
রোববার জনতা কারফিউ হওয়ার ঠিক আগমুহূর্তে উত্তর প্রদেশের গোরাখপুরের সরকারি হাসপাতালে ওই কন্যা শিশুটি জন্মগ্রহণ করেন। এই শিশুটির নাম রেখেছেন কাকা নিতেশ ত্রিপাঠী।
তিনি বলেন, করোনাভাইরাস পুরো সমাজকে এক করেছে এবং সবাই করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে অনুপ্রাণিত করেছে। তাই এই নাম রেখেছি।
এদিকে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পর্যন্ত দেশের ৭২৭জন করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ২০ জনের । পশ্চিমবঙ্গ গত ২৪ ঘন্টায় ১ জন করোনা আক্রান্ত হয়েছে। সব মিলে ১০ জন আক্রান্ত । মৃত্যু হয়েছে ১ জনের। তথ্যসূত্রঃ সমাচার।