ইউরোপের দেশগুলির পাশাপাশি করোনা ভাইরাসের থাবায় পাকিস্তানও বাদ নেই। পাকিস্তানে ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে করোনা ভাইরাস৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গলায় সেই আতঙ্কের সুর। করোনা মোকাবিলায় কোনও সামর্থই নেই পাকিস্তানের। এবার সরাসরি তা স্বীকারও করে নিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
করোনা আতঙ্কে ভারত-পাকিস্তানের ওয়াঘা সীমান্ত বন্ধ করল পাকিস্তান। শুধু ওয়াঘা না। পাকিস্তানের পশ্চিমে ইরান এবং আফগানিস্তানের সঙ্গেও নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দেশ। করোনা প্রকোপের প্রথম দিকেই আফগানিস্তান ও ইরানের সঙ্গের বর্ডার বন্ধ করেছিল পাকিস্তান। এবার করোনা রুখতে ওয়াঘা সীমান্তও বন্ধ করল পাকিস্তান।
করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে যেমন ইতালি ফ্রান্স স্পেন প্রায় মৃত্যু পুরিতে পরিণত হয়েছে। কিন্তু অন্যদিকে আমেরিকা এখন সে করোনা বিপত্তি থেকে প্রাণ পাওয়ার জন্য ব্যস্ত।
চীন অনেকটা নিজেকে শুধরে নিয়েছে। সবচেয়ে বড় কথা এশিয়ার দেশ গুলির মধ্যে পাকিস্তান কিন্তু এখনো নিজে বের হয়ে আসতে পারেনি এই করোনা থেকে।
দেশের পরিকাঠামো যথেষ্ট নিম্নমানের। তারমধ্যে চীনের সাহায্য নেই তাই পরিস্থিতি এখন ভয়ানক। প্রতিবেশী দেশ পাকিস্তানে করোনা-আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজার। এখন পর্যন্ত নয় জন মারা গেছেন। মৃতদের মধ্যে কয়েক জন পাক সেনার উঁচু পদের অফিসারও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১১৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়।
পাকিস্তানে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিতে পারে বলে আশংকা করছেন ইমরান খানের সরকার। সেই কারনেই সরাসরি সাহায্য চেয়ে বসলেন বিশ্বের ধনী দেশগুলোর কাছে পাক-প্রধানমন্ত্রী ইমরান খাঁন। পাকিস্তানের সব ঋন মওকুফেরও আবেদন জানিয়েছেন পাক-প্রধানমন্ত্রী। নেই বন্ধু চীনের কোন দেখা! তথ্যসূত্রঃ সমাচার ও কলকাতা২৪।