করোনা আতংকে কাপঁছে সারা বিশ্ব। সেই করোনা আতংকর মাঝে থেমে নেই ইয়াবা পাচার। এবার টেকনাফ থেকে ইয়াবা নিয়ে বগুড়া যাওয়ার পথে দুই মাদক ব্যবসায়াীকে আটক করেছে র্যাব-৭। এসময় তাদের থেকে ৬ হাজার ৭৪০ পিস ইয়াবা, নগদ টাকা উদ্ধার ও মাদক বহনের ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলো- মো. বাসেদ মিয়া (২৯) ও মো. সাফায়েত (২৭)। তাদের দুজনের গ্রামের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানায়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসেদ ও সাফায়েতকে আটক করা হয়। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে লবণ বোঝাই ট্রাকে করে ইয়াবাগুলো পাচার করার পরিকল্পনা করেছিল।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।