করোনা ভাইরাস নিয়ে কিছু অসাধু ব্যবসায়ি হঠাৎ দ্রব্যমুল্যের দাম বাড়িয়ে জনগনকে ফেলেছে বেকায়দায়। এরই ধারাবাহিকতায় প্রশাসনের কর্তাব্যাক্তিরাও অনিয়ম ঠেকাতে দিন-রাত মাঠে বাজার মনিটরিং করছেন নিয়মিত।
চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে একটি ফার্মেসি ও একটি মাংসের দোকানিকে অসৎ উপায় অবলম্বনের দায়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
শনিবার (২১ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এবং অতিরিক্ত সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অক্সিজেন এলাকায় কেয়ার এন্ড কিউর নামের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মুখের মাস্ক ও হ্যান্ড-স্যানিটাইজার অতিরিক্ত লাভে বিক্রির দায়ে বিশ হাজার টাকা নগদ অর্থদন্ড দেওয়া হয়। ওই দোকানি ক্রয়কৃত পন্যের কোন রশিদ দেখাতে পারেননি ভ্রাম্যমান আদালতকে। ওই দোকানে বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ রেড-বুল নামীয় কিছু এনার্জি ড্রিংক জব্দ করা হয় এবং জব্দকৃত পানীয় নষ্ট করা হয় জনসম্মুখে।

দোকান মালিক এবং দোকান কর্মচারী
পরে কিছু দোকানকে সতর্কীকরন বার্তা দেওয়া হয় পেয়াছ ও দ্রব্যমুল্য স্থিতিশীল রাখার জন্য।
অভিযান শেষে এক গরুর মাংসের দোকানিকে মাংসে রং মেশানোর দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।