দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত নতুনভাবে আক্রান্ত হয়েছেন আরও চারজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
শনিবার (২১ মার্চ) বেলা দেড়টার দিকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে, গত বুধবার করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি বিদেশ থেকে আসা একজনের মাধ্যমে সংক্রমিত হন। তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৮০৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজর ৯৫২ জন। আর ১১ হাজার ৪২২ জন মারা গেছেন।