রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৩টি গ্রামে হামে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন সাগরিকা ত্রিপুরা (১১), সুজন কুমার (৯) কহেন ত্রিপুরা (১০), বিধান ত্রিপুরা (১২) রেজিনা ত্রিপুরা (৮)।
রাঙ্গামাটি সিভিল সার্জন বিপাশ খীসা জানান, ১৫ দিনের ব্যবধানে একই রোগে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হামে আক্রান্ত হয়ে আছে শিশুসহ আরো শতাধিক।
এরই মধ্যে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের একটি জরুরী টিম বাঘাইছড়ির সাজেক উপজেলায় চিকিৎসা সেবা প্রদান করছে বলে জানা গেছে। সাজেক ৯ নং ওয়ার্ডের সিয়ালদাহ এলাকার ইউপি সদস্য ও কারবারি জুপ্পুুইথাংক ত্রিপুরা বলেন, বেশ কিছুদিন যাবৎ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন বলেন, দুর্গম অঞ্চল হওয়ায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে। তারপরও বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিবির ২টি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। তবে সেনাবাহিনী হেলিকপ্টারের সহযোগিতায় আক্রান্তদের উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, শিশু মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক। আমরা ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠিয়েছি, আরো উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারের সহায়তা নেয়ার চেষ্টা করছি, আশা করি অল্প সময়ের মধ্যে সমস্যাটি কেটে যাবে।