চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। নগরীর জিইসি মোড়ে হোটেল পেনিনসুলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান নির্বাচন সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নগরীর হোটেল পেনিনসুলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান চসিক নির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনে কাউন্সিলর পদে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল তারা আর মাঠে থাকছে না। তাদের সাথে এ ব্যাপারে আলোচনা হয়েছে। তারা তাদের নির্বাচনী প্রচারণা চালাবেন না। দল মনোনীত প্রার্থীদের জন্যই তারা নির্বাচনী কার্যক্রম চালাবেন।
সংবাদ সম্মেলনে সিটি মেয়র চসিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আ জ ম নাছির উদ্দীন বলেন, দলের বাইরে কেউ থাকবে না। দলের সিদ্ধান্ত মানতে সবাই বাধ্য। ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থীরা সিদ্ধান্তে আসছে। তারা আর মাঠে থাকবেন না। নিজের জন্য নির্বাচনী প্রচার প্রচারণা চালাবেন না।
করোনার ঝুঁকিতে নির্বাচন পেছানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপ-মন্ত্রী নওফেল বলেন, নির্বাচনী যে আচরণ বিধি সে আচরণ বিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় অতিরিক্ত জনসমাগম করা যায়না। নির্বাচনী আচরণবিধি মেনে চললে করোনা ছড়ানোর কোন সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংসদ এম এ লতিফ,নগর আওয়ামীলীগ সহ- সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ।