আমদানি-রপ্তানিতে আরও গতিশীলতা বাড়াতে আগামী জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরের অফিসিয়াল কার্যক্রমও সপ্তাহের ২৪ ঘণ্টাই থাকবে। প্রধানমন্ত্রীর ঘোষণা মতে সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে সপ্তাহের শনিবারও বন্দর ভবনের সব কার্যক্রম চলবে।
বন্দরে প্রায় ৫ হাজার কর্মচারী সপ্তাহে সাতদিন কাজ করলেও ‘অপারেশনাল’ এর মর্যাদা পাচ্ছিলেন না এ ৭০০ কর্মচারী। জানুয়ারি থেকে সব ধরনের সুযোগ-সুবিধা বাড়বে এ ৭০০ কর্মচারীর। এর আগে কর্মচারীদের এক সভায় অপারেশনাল দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও লিখিত আদেশ দেননি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এবার বোর্ডের সিদ্ধান্ত মতে লিখিত অফিস আদেশ দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ।আমদানি-রপ্তানি আরও গতিশীল করতে চট্টগ্রাম বন্দরের ৭০০ কর্মচারী আগামী জানুয়ারি থেকে অপারেশনাল হিসেবে বেতনভাতা পাবেন। এর আগে চট্টগ্রাম বন্দরে তারা মিনিস্ট্রিয়াল হিসেবে চাকরি করতেন। আগামী ১ জানুয়ারি থেকে তাদের অপারেশনাল হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সবসময় সংযুক্ত থাকার লক্ষ্যে চট্টগ্রামের অপারেশনাল কার্যক্রমকে ২৪ ঘন্টা চালু রাখা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা আগে এ সুবিধা পেলেও পেত না কর্মচারীদের একটি বড় অংশ। ফলে এ নিয়ে দীর্ঘদিনের দাবি ছিল বন্দর বিসিএ নেতাদের। তাদের দাবি পূরণের জন্য আন্দোলনও চলমান ছিল কর্মচারীদের।
সিএনএন ক্রাইম