চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার পদুয়া তেওয়ারীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইলিয়াছ (৩৬) কক্সবাজাফের টেকনাফ মণ্ডল পাড়ার নুর আহমদের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই পার্থ সারথী হাওলাদার। তিনি বলেন, পদুয়ায় বাসে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিচ ইয়াবাসহ ইলিয়াছ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
সিএনএন ক্রাইম