রাঙামাটির বাঘাইছড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক সহ তিন গ্রামবাসীকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
শনিবার (১৪ মার্চ) মধ্যোরাতে নিজ বাড়ী থেকে অস্ত্রেরমুখে তাদের তুলে নিয়ে যায় একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্নকিশোর চাকমা (৬৫), সমিরন চাকমা (৩৮), মেরিন চাকমা।
এই ঘটনার জন্য সন্তু লারমা (জেএসএস) দলকে দায়ী করেছে অপহৃত পরিবারের সদস্যরা।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এম এ মনজুর অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা মৌখিক অভিযোগ পেয়েছি গভীর রাতে অস্ত্রের মুখে জেএসএস দলের লোকজন তাদের অপহরণ করেছে। অপহৃত লোকজন জেএসএস সংস্কার দলের লোকজনের আত্মীয়স্বজন হওয়ায় তাদের অপহরণ করে থাকতে পারে বলে জানান তিনি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যাবস্থা নিবো। অভিযোগের বিষয়ে জেএসএসের কোন বক্তব্য পাওয়া যায়নি।