যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাদাইন ডরিস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই তার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন। বর্তমানে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন নাদাইন।
কয়েকদিন আগে ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমে এবতেখার এবং স্বাস্থ প্রতিমন্ত্রী ইরাজ হারিরজী এই ভাইরাসে আক্রান্ত হন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে নাদাইন ডরিসকে শনাক্ত করা হয়েছে।জানা গেছে, গত সপ্তাহে কয়েকশ’ লোকের সঙ্গে মিশেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ডাউনিং স্ট্রিটে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।
গত শুক্রবার নাদাইন ডরিস অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর মঙ্গলবার রাতে তার শরীরে করোনা জীবাণুর উপস্থিতি ধরা পড়ে।
গত ২৫ ফেব্রুয়ারি ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাজ হারিরজীর করোনা ভাইরাসে আক্রান্ত হন।
নিজের ধারণ করা একটি ভিডিওতে এ তথ্য জানান ইরাজ। ওই ভিডিওতে তিনি বলেন, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। রাতে আমার জ্বর আসার পর প্রাথমিক পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।তার এমন ঘোষণার কয়েকদিনের মধ্যেই করোনায় আক্রান্ত হন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাসুমে এবতেখার।
ইতিমধ্যেই যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮২ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৬ জনের। সর্বশেষ ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সবমিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ১৩ হাজার।