বাংলাদেশে প্রথমবার তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তাদের মধ্যে ১ জন নারী ও ২ জন পুরুষ। সম্প্রতি তারা ইতালি ভ্রমণ করেছিলেন।
তবে আইইডিসিআর বলছে, বাংলাদেশে করোনা প্রতিরোধে সার্বিক প্রস্তুতি নেয়া আছে। ২১ জানুয়ারী থেকে বিমানবন্দর, সমুদ্র বন্দর ও সীমান্ত এলাকাসসমুহে স্ক্রিনিং করা হচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন আইইডিসিআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর।
যদিও দ্রুত করোনা ছড়িয়ে পরবে এমন আশঙ্কা করছে না আইইডিসিআর। তবে করোনা শনাক্ত হলে প্রস্তুতি আছে দেশ।