চসিকে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী নিয়ে বড় কোনো সমস্যা হবেনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকাতেও বিদ্রোহী প্রার্থী ছিলো, ওখানে তারা ১৫ ওয়ার্ডে বিজয়ী হয়েছে। এটা নিয়ে বড় কোনো সমস্যা হবেনা।
রোববার (৮ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।চট্টগ্রামে কেউ বিদ্রোহী হতে চাইলে এ বিষয়ে ঢাকায় একটি কমিটি আছে, বিষয়টি তারা দেখবেন। এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইলে তারা করবেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে এ বিষয়ের উপর নজর রাখছি। দুপুরে চট্টগ্রামের সিনিয়র নেতাদের সঙ্গে চট্টগ্রাম সার্কিট হাউজে বৈঠক আছে। সেখানে দলের করণীয় ঠিক করা হবে বলে জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, কর্ণফুলী টানেলের ৫১ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২২ সালের মধ্যে কর্ণফুলী টানেলের কাজ শেষ হবে আশা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগটি বাস্তবায়ন হলে দেশে নতুন ধারা উন্মোচিত হবে।এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দিন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন চৌধুরী, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।