চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
এরপর বিদ্রোহী প্রার্থীরা আশা করেছিলেন রোববার (৮ মার্চ) দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে তাদের ক্ষোভ জানাবেন। আশা করেছিলেন পরিবর্তন হবে বেশ কয়েকটি ওয়ার্ডের দল সমর্থিত প্রার্থী।ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, পূর্ব ঘোষিত রোববারের বর্ধিত সভা হবে না, ক্লোজডোর মিটিং হবে। চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত ওই বৈঠকে সিনিয়র নেতারা থাকবেন। মূলত মেয়র নির্বাচনে দলের কৌশল ঠিক করতেই এ সভা। তাই কাউন্সিলরদের নিয়ে যে বৈঠক হবার কথা ছিল সেক্রেটারির, সেটি হচ্ছে না।
ওবায়দুল কাদের রোববার চট্টগ্রামে আসলেও বসছেন না বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে। তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে বৈঠক করবেন নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে। ক্লোজডোর ওই বৈঠকেই দলীয় কৌশল ও নির্দেশনা চট্টগ্রামের নেতাদের জানিয়ে দেবেন আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এ নেতা। সেখানেই কাদের নতুন করে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার মনোভাবের কথা জানিয়ে দেবেন। তবে দল তাদের প্রতি কি নমনীয় হবে নাকি আগের সিদ্ধান্তেই অনড় থাকবে তা কাদেরের সিদ্ধান্তের পর স্পষ্ট হবে বলে জানা গেছে।