আগামী সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সভার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। ২০২০-২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। ১৭ মার্চ বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে বছরব্যাপী এ উদ্যাপন।
কার্যনির্বাহী কমিটির সভায় মুজিব বর্ষের অনুষ্ঠানসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।