চট্টগ্রামে যুবলীগ নেতার নাম ভাঙিয়ে চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শেখ রিয়াজ আহম্মেদ রাজু (৪০), মো. শাহজাহান (৪৫) ও বাটল বড়ুয়া ডানো (৩৮)।
শনিবার (৭ মার্চ) সকালে নগরীর কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলনে করে চাঁদাবাজির বিষয়টি জানানো হয়।
শুক্রবার (৬ মার্চ) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। এরপর তাদের তথ্যে আরও একজনকে আটক করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুবলীগ নেতার নামে চাঁদাবাজরা নন্দনকানন স্যানমার বিল্ডিং সংলগ্ন থ্রীএ হোম স্কেচ প্রতিষ্ঠানে গিয়ে গত ২ মার্চ স্থপতি প্রণত মিত্র চৌধুরীর কাছে মুজিববর্ষ উদযাপনের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।
তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
এরপর ৬ মার্চ বিকাল ৪টার দিকে পুনরায় অফিসে গিয়ে প্রতিষ্ঠান মালিককে খোঁজাখুঁজি করে চাঁদার টাকা পরিশোধের তাগিদ দেয়।
এসময় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ২ জনকে ও পরে আরেকজনকে আটক করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় লিটন (৩৫) ও চান্দু প্রকাশ রনি (৪০) নামের দুই চাঁদাবাজ। এ ঘটনায় থ্রীএ হোম স্কেচ এর অফিস সহকারী মধুসূদন দাশ কোতোয়ালী থানায় মামলা করেছেন।
নগরীর কোতোয়ালী থানার ওসি মো. মহসিন বলেন, কোনো প্রতিষ্ঠান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের এলাকায় ব্যবসা করতে না দেয়ারও হুমকি প্রদান করে এ চক্রটি। এই চাঁদার বিষয়ে পুলিশকে অভিযোগ দিলে সংঘবদ্ধ এই প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। যেহেতু মুজিব বর্ষের অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম সাধারণ মানুষের অস্তিত্বেও সাথে জড়িয়ে আছে, তাই মুজিব বর্ষের নামে কেউ অনৈতিক কাজ করলে ছাড় দেয়া হবে না।