ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীম হাইকোর্ট থেকে অস্ত্র মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বলে খবর বেরিয়েছে। অত্যন্ত গোপনীয়তায় ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন শামীন। জামিনের লিখিত আদেশ গত ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।
শনিবার (৭ মার্চ) জিকে শামীমকে অস্ত্র মামলায় ছয় মাসের জামিনের বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান।গত ৬ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন নেন জি কে শামীম।
জি কে শামীমের জামিনের বিষয়টি শুনেছেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিষয়টি আমি শুনলাম। এ ব্যাপারে নথিপত্র দেখে রবিবার পদক্ষেপ নেব।গেল বছরের সেপ্টেম্বরে রাজধানীতে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়। ২০ সেপ্টেম্বর ঢাকার গুলশানের নিকেতনে জিকে শামীমের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি তার সাত দেহরক্ষীকে র্যাব গ্রেপ্তার করে। অভিযানে জি কে শামীমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে দুইশ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পেয়েছে বলে জানায় র্যাব।