আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে আসন্ন চসিক নির্বাচনে কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বর্ধিত সভার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৮ মার্চ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত ৮ মার্চের বর্ধিত অনিবার্য কারনবশতঃ সভা স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে চসিক নির্বাচনের আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক, দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, অনিবার্য কারণবশতঃ সেতুমন্ত্রী কাল আসছেন না।তিনি বলেন, চসিক নির্বাচনে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড যেভাবে মনোনয়ন দিয়েছে সেটাই চূড়ান্ত বলে বিবেচিত। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এর বাইরে গিয়ে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন লাভে ব্যর্থ হন ১৮ জন বর্তমান কাউন্সিলর। তাদের মধ্যে ১৩ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৫ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর। এছাড়াও দলের বিভিন্ন পদে থাকা আরও অন্তত ১০ জন দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন।