নগরীর কৈবল্যধামের ৬ষ্ঠ মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়ের মহাপ্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টায় অশোক কুমার চট্টোপাধ্যায়ের মহাপ্রয়াণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি শোক বইতে শোকবার্তা লিপিবদ্ধ করেন। এসময় আওয়ামী লীগ নেতা অধ্যাপক ড. মাসুম চৌধুরী, আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক এস এম আলমগীর, যুগ্ম আহবায়ক সরওয়ার মোর্শেদ কচি, এরশাদ মামুন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল ওয়াজেদ খান, সমাজ কল্যাণ সম্পাদক মীর আহমদ খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।